সাকিবকে নিয়ে অপেক্ষায় বাংলাদেশ

Slider খেলা


ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ঊরুতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। কাল স্ক্যান করানোর পর এখন রিপোর্ট ও বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় বাংলাদেশ দল।

দুঃসংবাদটা মিলল সাকিব আল হাসান দুর্দান্ত ফর্মে থাকতে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েছেন এ অলরাউন্ডার। কাল তো এমন কথাও ছড়িয়ে পড়েছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর খেলা নিয়েই সংশয় আছে। বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট কমিটির এক সদস্য কাল জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’। দলের ফিজিও থিলান চন্দ্রমোহন অবশ্য এখনো পুরোপুরি আশা ছেড়ে দেননি। একজন বিশেষজ্ঞের মতামতের পরই সাকিব খেলতে পারবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ আর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য ১২১—মোট ২৬০ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়ে সাকিব আপাতত সবার ওপরে। এমন দুর্দান্ত ছন্দে থাকা সাকিবকে হারানো মানে খেলার আগেই কিছুটা পিছিয়ে পড়া। সেই সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনি রয়েছে সাকিবের খেলার আশাও। কাল তাঁর চোট প্রসঙ্গে চন্দ্রমোহন বলেন, ‘কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের ঊরুতে চোট পান সাকিব আল হাসান। সতর্ক থাকতে ব্রিস্টলে তাঁর চোটের স্ক্যান করানো হয়েছে। আমরা স্ক্যান রিপোর্ট এবং বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় আছি।’

তিন ম্যাচে এক জয় নিয়ে টেবিলের আটে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এমন ম্যাচে সাকিবকে ভীষণ প্রয়োজন দলের। কাল এ অলরাউন্ডার অনুশীলন করেননি। আজ সাকিব কেমন অনুভব করেন, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এ অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে না খেললে সেটি হবে বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *