সাতদিন ব্যাপী রজতজয়ন্তী উদযাপন করবে উত্তরবাংলা কলেজ”

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ উত্তর বঙ্গের নামকরা, বর্তমান রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি কলেজ ‘উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজে’ ডিসেম্বর মাসে ২৫ বছর উদযাপন উপলক্ষে ‘রজতজয়ন্তী অনুষ্ঠান’ বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রাথমিক মতবিনিময়য় সভায় সাতদিন ব্যাপী অনুষ্ঠান হবে বলে যানিয়েছে কলেজের সভাপতি জনাব, নজরুল হক মতি।

রবিবার(৯জুন ২০১৯) কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জনাব, জাহাঙ্গীর হোসেনের আয়োজনে, টিচারচ রুমে সন্ধ্যা ৮.৩০ মিনিটে মতবিনিময় সভাটি আরাম্ভ হয়।

সভায় উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও কর্মকর্তারা জানান, এই অনুষ্ঠানে তারা দেশি ও বিদেশী শিল্পী নিয়েআসার জন্য পরিকল্পনা করেছেন। দেশের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া, আধুনিক ব্যান্ড, এবং স্থানিয় শিল্পীদের অবস্থানও থাকবে চোখে পরার মত।

উপস্থিত শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের উদ্যোক্তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক কার্যকরী পরামর্শ প্রদান করেছেন।

‘রজতজয়ন্তী অনুষ্ঠান’ বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় তথ্য কলেজের, ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েব সাইটে প্রতিনিয়ত আবডেট জানানো হবে বনে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

নজরুল হক মতির সভাপতিত্বে, মতবিনিময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান খানেকুজ্জামান হেলান, কলেজের শিক্ষক আবু শাহাদাত রুবেল, মহোসিন, জয়নাল, কর্মকর্তা সেরাজুল ইসলাম মানিক এবং শিক্ষার্থীরা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *