বিরাট সংগ্রহের পথে বিরাটের ভারত

Slider খেলা


ডেস্ক: ওভালে বিশ্বকাপের ১৪তম ম্যাচে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টস জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার শিখর ধাওয়ান খেলেন অসাধারণ এক ইনিংস। মিসেল স্টার্কের শিকার হবার আগে করেন ১১৭ রান। ১০৯ বলের ইনিংসে ছিল ১৬টি চারের মার। আরেক ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকেও আসে অর্ধশতক। ব্যক্তিগত ৫৭ রানে তার উইকেটটি পান অজি পেসার কুল্টার নাইল। অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮১ রান।
অধিনায়ক কোহলি খেলছেন ৫৯ ও হার্দিক পান্ডিয়া ৪১ রানে।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে খেলেছে দুটি ম্যাচ। দুটিতেই জয়ের দেখা পায় অজিরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আর অপরদিকে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত নিজেদের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পায়।

আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদর যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, নাথান কল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *