মাদারীপুরের ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নের বীরমোহন গ্রামে রবিউল সরদার নামে এক যুবক শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অথচ এদিনই তার বর যাত্রীর বহর নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা, কাজীবাকাই ইউনিয়নের বীরমোহন গ্রামের সালাম সরদারের ছেলে রবিউলের বিয়ে দিনক্ষণ ঠিক করা ছিল শুক্রবার। বিয়ের বর যাত্রীতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী।
দুপুরে রবিউল নিজেই বিয়ের গাড়ি সাজাতে ব্যস্ত ছিলেন। এ সময় পাশের মসজিদের একটি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ নিয়ে যান চিকিৎসার জন্য।
কিন্তু কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছাড়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, রবিউলের বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিলো। আজ বর যাত্রী যাওয়ার সব আয়োজনও করা হয়েছিল। মেয়েপক্ষও সব কিছু ঠিকঠাক করে রেখেছিল। কিন্তু বরযাত্রীর বহর নিয়ে আরও যাওয়া হলো না রবিউলের। খুবই দুঃখজন ঘটনা। আমরা ব্যথিত।
ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।