ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রশাসনিক ভবনে বোমাসদৃশ একটি বোতল উদ্ধারের পেছনে ‘ওপর মহলের নীলনকশা’ রয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি প্রশ্ন করেন, ‘বিএসএমএমইউতে যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে পেট্রলবোমা গেল কেমন করে?’
অবশ্য বোমাসদৃশ একটি বোতল উদ্ধারের ঘটনাকে বিএনপি পেট্রলবোমা বলে উল্লেখ করেছে।
গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানার পুলিশ হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে। এই হাসপাতালেরই আরেকটি ভবন কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার, সুচিকিৎসা ও মুক্তি দাবি করেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমি আগেই বলেছি, এটা একটা বড় মাস্টারপ্ল্যান। সরকার কী উদ্দেশ্য নিয়ে কী করছে, এটা বলা মুশকিল।’
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।