উইন্ডিজের দাপটে লেজেগোবরে অস্ট্রেলিয়া!

Slider খেলা সারাবিশ্ব

এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো দুই মহাতারকা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করে অ্যারন ফিঞ্চের দল। কিন্তু আজ উইন্ডিজের সামনে অজিদের করুণ অবস্থা! মাত্র ৩৮ রানে তারা হারিয়েছে ৪ উইকেট। ভয়ংকর হয়ে উঠেছেন শেলডন কটরলেম, আন্দ্রে রাসেলরা।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে অজিদের পতনের শুরু। ওশান থমাসের বলে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৬) ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে। ১১ রানের ব্যবধানে ফিরে যান ভয়ংকর ডেভিড ওয়ার্নার (৩)। শেলডন কটরেলের বলে ধরা পড়েন শেমরন হেটমায়ারের হাতে। তিনে নামা উসমান খাজাকে (১৩) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। আরেক মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল (০) কটরেলের দ্বিতীয় শিকার হলে বিপদে পড়ে যায় অজিরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮.৪ ওভারে ৪ উইকেটে ৩৯ রান। দলের ভরসা হয়ে উইকেটে আছেন স্টিভেন স্মিথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *