দ্বিশতকে বাংলাদেশ

Slider খেলা

ডেস্ক: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের মারকুটে ব্যাটিংয়ে শুভ সূচনা। মারমুখি সৌম্য’র সঙ্গে দেখেশুনে খেলছিলেন তামিম ইকবাল। তবে তামিম ১৬ রানে পেলুকাইয়োর বলে ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে। ৪২ রান করা সৌম্যও একই পথেই হাঁটলেন। ক্রিস মরিসের করা বলে ডি ককের হাতে ধরা পড়েন তিনি। দুজনের বিদায়ে ব্যাটিং অর্ডারে খানিকটা চিড় ধরলেও রানের চাকা সচল রয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিক এগিয়ে নিচ্ছেন দলকে।
দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০০। সাকিব খেলছেন ৬৫ ও মুশফিক রয়েছেন ৬৪ রানে।

আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের দ্য ওভালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। টস জেতার পর দক্ষিণ আফ্রিকর অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, তারা বাংলাদেশকে ১৫ ওভারেই কাবু করতে চায়। দলে একজন অতিরিক্ত পেসারও নিয়েছে প্রোটিয়ারা।

আর বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ব্যাটিংয়ের জন্য এটি আদর্শ উইকেট। আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতিটা ভালো ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই ওভালেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ইংলিশদের ৩১১ রানের জবাবে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় ডু প্লেসির দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *