বাংলার ইতিহাসের মহান নায়ক
বেহেস্ত থেকে চেয়েদেখ একবার।
তোমার বন্দনায় জাগ্রত দেশ-জাতি
উৎসারনে শুধু বলে যায়–
বাঙালি হৃদয়ে চির জাগরুক
মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব ।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বাঙালি আমি তোমারই বাংলায়
শুনি কবিতায় ছন্দে গানেও কথায়
বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাহান্ন থেকে একাত্তরে
সংগ্রাম আর স্বাধীনতায়
সকল স্মরণে হৃদয়ে রাখি
অমর নামটি শেখ মুজিব।
আমি সুরেসুরে সাধি শেখ মুজিব
আমি কবিতায় রচি শেখ মুজিব
আমি চলনে বলনে সদা আলাপণে
হৃদয়েতে জপি শেখ মুজিব।
আমি ভাষণে শোনাই শেখ মুজিব
আমি গল্পে জানাই শেখ মুজিব
আমি সকাল সন্ধ্যা রাত্রি দুপুর
দানি শেখ মুজিবের স্বপ্নসুর।
আমি আহবানে শুনাই শেখ মুজিব
আমি চেতনাতে জাগাই শেখ মুজিব
আমি সোনার বাংলার কারিগর খুঁজে
তোমাকেই পাই শেখ মুজিব।
তুমি ফুলের সৌরভ শেখ মুজিব
তুমি নদীর কলগান শেখ মুজিব
তুমি চিরচেনা জন সাধনার ধন
বাংলার খোকা শেখ মুজিব।
শুনি পাখির কাকলীতে শেখ মুজিব
তুমি শিশুর হাসিতে শেখ মুজিব
তুমি আবাল বৃদ্ধ বনিতার মুখে
একটিই নাম শেখ মুজিব।
ঐ ব্যাঘ্র হুংকারে শেখ মুজিব
তুমি বজ্র নিনাদে শেখ মুজিব
তুমি সৌর্য বীর্য বীরত্বগাথায়
জাতির পিতা শেখ মুজিব।
তুমি সত্য সাধনে শেখ মুজিব
তুমি মিথ্যে নাশিতে শেখ মুজিব
তুমি নির্যাতিতের দুয়ারে দুয়ারে
অমানাশী চাঁদ শেখ মুজিব।
তুমি স্নেহের আচল শেখ মুজিব
তুমি মায়ার বাঁধন শেখ মুজিব
তুমি প্রেমডোরে সখা বিরহ ব্যাথায়
ব্যাথাহতদের শেখ মুজিব।
তুমি পথহারাদের শেখ মুজিব
তুমি দুঃখী জনতার শেখ মুজিব
তুমি সবহারাদের সর্বসহায়
রাখাল রাজা শেখ মুজিব।
তুমি দুঃস্থের ধন শেখ মুজিব
তুমি শোষিত জনের শেখ মুজিব
তুমি বঞ্চিত আর নীপিড়ীতদের
শেষ ঠিকানা শেখ মুজিব।
তুমি মাতৃস্নেহের সূতিকাগার
তুমি পিতৃসত্বার মহিমা অপার
তুমি কষ্টের আগুনে শীতল আবেশ
শেখ মুজিব তুমি বাংলাদেশ।।