আশুগঞ্জে গণপিটুনিতে নিহত ২

Slider চট্টগ্রাম


ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানিয়েছেন, নিহতরা ডাকাত ছিলো। তবে এখনও পর্যন্ত তাদের নাম জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ডাকাতরা হামলা চালায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাদের মৃত্যু হয়।

এছাড়াও ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া, নাতী রাহুল মিয়া ও প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার আহত হয়েছেন। এদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি মাসুদ আলম জানান, নিহতরা ডাকাতদলের সদস্য। তাদের নাম জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *