বুবু’র স্মৃতি—–এস এম শেরআলী শেরবাগ

Slider সাহিত্য ও সাংস্কৃতি

বুবু’র স্মৃতি-
(উৎসর্গঃ- রাবেয়া রুবী-কে)

বুবুরে তোর আঁচলটা আজ, নেইতো মাথার পরে
আছিস এখন অনেক দুরে, দুলাভাইয়ের ঘরে।
ডেসিং টেবিলটা আজ তোর, ধুলায় গেছে ভরে
মেকাপ বক্সটা হইছে নষ্ট, অযত্নে আছে পড়ে।
তোর কেনা সেই ওয়ালমেটটা, দেয়ালে আছে টাঙ্গানো
ভুলেই হয়তো গেছিস আজ, রস মালাইটা বানানো।
বুবু তোর পড়ার টেবিল, নিরব পড়ে আছে
বই গুলোতে উঁই ধরেছে, রেখেছি তবু কাছে।
এখন থাকিস অনেক দুরে, হয়না দেখা রোজ
হয়তো সময় হয়না তোর, নিতে ভাইয়ের খোঁজ।
বুবুরে তোর সোকেস ভরা, কাপড় যতো ছিলো
থরে থরে সাঁজিয়ে রাখা, সব পুরানো হলো।
বুবু তোর পোষা বিড়াল, আর ডাকেনা মিউ
তোর মতো ভালবাসেনা, জানিস আমায় কেউ।
বকুল তলায় রোজ বিকালে, পাইনা তোরে খুঁজে
শুন্যতা তোর এই বুকেতে, শুধুই ওঠে বেঁজে।
লুডু খেলা ভুলেই গেছি, লেখা পড়াও নাই
তোর মতো আপন বুবু, কোথাও নাহি পাই।
বুবুরে তুই সেই যে গেলি, ফিরিস মাঝে মাঝে
মনটা শুধু চায়যে আমার, থাকতে তোরই কাছে।
কতো আদর করতি বুবু, গালে দিতি ভাত
নিজের করাতি গোছল, রাখতি আমায় সাথ।
এখন আমি বড়ই একা, খেলার সাথী নেই
কেমন করে বলনা বুবু, তোরে আঁড়ি দেই।
বুবু তোর আঁচল ছাঁয়া, পাইনা এখন আর
হয়ছি বড় তাই বলেকি, করলি আমায় পর।
তোর সখের চেয়ার বুবু, রেখেছি যতন করে
সকাল বিকাল দেখি, আমি, তুইবসা তার পরে।
তোর পুতুলের বাক্স বুবু, যত্ন আছে ঠিক
স্মৃতি গুলি ছড়িয়ে আছে, আমার চারিদিক।
বুবু তুই অনেক দুরে, হয়না কথা রোজ
সময় পেলে নাহয় নিস, এই ভাইটার খোঁজ।
তোর ব্যাগের টাকা বুবু, হয়না চুরি করা
কান মলাটা খাইনা এখন, দুঃখ হৃদয় ভরা।
শাশন শোসন বুবুরে তোর, ভুলতে নাহি পারি
পরের বাড়ি আসিস বুবু, নিজের ঘরটা ছাড়ি।
তোর ঘরটা ফাকা বুবু, তালা দিয়ে রাখা
এই ঘরেতে থাকতিরে তুই, যায়না তোরে দেখা।
দড়িলাফে তোর জুড়ি, আর ছিলোনা কেউ
কেনো যানি সেসব স্মৃতির, উঠছে আজি ঢেউ।
গোল্লা ছুটের খেলায় নিতি, আমায় তোদের সাথে
কাঁটা বেছে মাছটা দিতি, বুবু আমার পাতে।
আদর করে গল্প বলে, রোজ খাওয়াতি ভাত
গান শুনে তোর কেটে যেতো, আমার সকল রাত।
খেলতে যেয়ে হাতটা ভেঙ্গে, যেদিন গেলো মোর
আমার চেয়ে কষ্ট সেদিন, হয়ে ছিলো তোর।
সারা রাত জেগে পাশে, একাই ছিলি তুই
আমার জামা করতে সেলাই, হাতে বিধলো শুঁই।
কতো তোরে কিল ঘুশি, মারতাম আমি রোজ
চোখের আড়াল হলে পরে, নিতি আমার খোঁজ।
রাগলে আমি দিতাম কামড়, তোর শরিরে কতো
তবুও তুই আগলে রাখতি, নিজ সন্তানের মতো।
কেনো আমি হলাম বড়, ভাবি বসে যখন
মন বলে তোর আদর সোহাগ,আরকি পাবো এখন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *