‘বিরোধীদের আক্রমণ ভুলে গিয়েছি, আজ থেকে দেশ গড়ার দিন’

Slider বিচিত্র

রেকর্ড গড়ে ক্ষমতায় এলেন। শুধু এলেন না। সগর্বে ৫৬ ইঞ্চির দম নিয়ে এলেন। সন্ধ্যায় বৃষ্টি ভেজা দিল্লির বিজেপির সদর দফতরে তিনি যখন হাত নাড়াতে-নাড়াতে ঢুকলেন, তখন চারিদিকে আওয়াজ উঠল ‘মোদি, মোদি, মোদি।

’ বুঝিয়ে দিল ভারতবর্ষের জনপ্রিয়তম ব্যক্তির তকমা এখন একজনকেই মানায়, নরেন্দ্র দামোদার দাস মোদি।
ভাষণ দিতে উঠেও সেই চেনাপরিচিত আত্মবিশ্বাস। সঙ্গে বার্তা দিলেন, ‘বিরোধীদের আক্রমণ ভুলে গিয়েছি, আজ থেকে নতুন দিন।

কোটি কোটি নাগরিক এই ফকিরের ঝুলি ভরতি করে দিলেন। বিশ্বের ইতিহাসে সফলতম জয়। ‘
থামেননি তিনি, বলেছেন ‘দেশকে এবার নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। কাজে ভুল থাকতে পারে। কিন্তু কোনও খারাপ কাজ করব না। ২ সাংসদ থেকে আজ এই সাফল্য। গর্ব হয় যে দেশে বাস করি, সেই দেশে এত বড় মনের মানুষজন থাকেন। ১২০ কোটি নাগরিককে মাথানত করে প্রণাম করছি। ‘

তবে মোদী না বললেও অমিত শাহ এদিন বুঝিয়ে দিয়েছেন পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। বারবার তিনি বাংলার সাফল্যের কথা তুলে ধরে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘এরপর বাংলার দিকেদিকে ফুঁটবে পদ্মফুল। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *