আজ এই ফকিরের ঝোলা পূর্ণ করে দিয়েছে দেশবাসী’

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা


ডেস্ক: বিপুল ভোটে জিতে টানা দ্বিতীয়বারের মতো ভারতের ক্ষমতায় যেতে চলেছে বিজেপি তথা এনডিএ। সপ্তদশ লোকসভা ভোটের ফল স্পষ্ট হতেই সাংবাদিক সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যা পর্যন্ত ফলাফল কার্যত স্পষ্ট, আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে সরকার গঠন করছে বিজেপি। বিজেপি একক ভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে যাচ্ছে।

মোদি যদিও আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে সরকার গঠন করবেন তিনি। অন্য দিকে সরকার গঠনের চিত্র স্পষ্ট হতেই এবার মন্ত্রিসভার জল্পনাও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে।

নরেন্দ্র মোদির বক্তব্যের বাংলা অনুবাদ

• কিন্তু সেই দুই থেকে আমরা দুবার ক্ষমতায় এসে গিয়েছি

• বিজেপির বিশেষত্ব এটাই যে, আমরা কখনও দুজন ছিলাম, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি

• ভারতীয় জনতা পার্টির এই কর্মকর্তাদের কোটি কোটি ধন্যবাদ প্রাপ্য

• কোটি কোটি কর্মকর্তার মনে শুধু একটাই ভাবনা, ‘ভারত মাতা কি জয়’

• ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মকর্তাদের পরিশ্রম, গর্ব হয় যে এমন দলে আছি, যেখানে এই রকম কর্মী রয়েছেন

• তাদের আমি আশ্বস্ত করি, সবার সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব

• ভারতের সংবিধানের প্রতি সমর্পিত ও ঐক্যের প্রতি সমর্পিত লোকজনের এই জয়

• যে সব বিধানসভায় প্রতিনিধিরা জয়ী হয়ে এসেছেন, তাদেরও সবাইকে আমি অভিনন্দন জানাই

• দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত বিজয়ী প্রার্থী কাজ করবেন

• আমি বিজেপির সব কর্মকর্তাদের, এনডিএর কর্মীদের ধন্যবাদ জানাই

• সেই কারণেই কেউ যদি জয়ী হয়ে থাকে, তাহলে জয়ী হয়েছে ভারতবর্ষ, জয়ী হয়েছে দেশবাসী

• কিন্তু আজ আমার ভাবনা স্পষ্ট করে দিয়ছে জনতা

• যাদের চোখ-কান বন্ধ ছিল, তাদের ভাষা বোঝা আমার পক্ষে কঠিন ছিল

• এই ভোট কোনও প্রার্থী, কোনও নেতা লড়ছে না, দেশের আম জনতা লড়ছে

• দেশের সামান্য নাগরিকের ভাবনাও ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়িয়েছে

• আমি সব সময় হস্তিনাপুরের পক্ষে দাঁড়িয়ে ছিলাম

• নির্বাচন কমিশন, সুরক্ষা বাহিনী এবং যারা যারা ভোটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ

• গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্রের জন্য মৃত্যু বরণ করা, আগামী প্রজন্মকে প্রেরণা দেবে

• গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যে সব মানুষ প্রাণ দিয়েছেন, যে সব মানুষ আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি

• গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করতে হবে

• এই দেশবাসীকে আমি প্রণাম করি

• আজ এই ফকিরের ঝোলা পূর্ণ করে দিয়েছে দেশবাসী

• ভারতীয় জনতা পার্টির পরিশ্রমী অধ্যক্ষ অমিত শাহ, দলের সব বরিষ্ঠ নেতা-কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *