গাজীপুর: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২,গাজীপুর।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুস সালাম (পিপিএম) মহোদয়, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার),পিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব সামছুন্নাহার (পিপিএম),পুলিশ সুপার- গাজীপুর।
আরো উপস্থিত ছিলেন গাজীপুর এর গার্মেন্টস শিল্প মালিকসহ গার্মেন্টস শিল্প এর বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।
এ সময় প্রধান অতিথি পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে শ্রমিকদের সঠিক দাবি পূরনের জন্য নির্দেশ দেন এবং আরো বলেন শ্রমিকদের ছুটি নিশ্চিত পূর্বক অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধ করতে হবে পাশাপাশি তাদের সাথে সৌহার্দ্য পূর্ন আচরন করতে হবে। তারা যেন সুন্দর ভাবে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন সে বিষয়ে লক্ষ রেখে তাদেরকে সহযোগিতা করতে বলেছেন গার্মেন্টস মালিক পক্ষকে।