বগুড়ার শেরপুরে ভাগ্নের হাতে খালা খুন, আটক ৪

Slider গ্রাম বাংলা

পৈত্রিক সম্পত্তির দখল বুঝে চাইতেই বোন নাসিমা বেগমের ওপর ক্ষেপে উঠেন তারই আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে দু’বোনের মধ্যে শুরু হয় প্রচণ্ড বাকবিতণ্ডা, এর একপর্যায়ে আঞ্জুয়ারা বেগমের ছেলে ভাগ্নে রাজু আহমেদ খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির সেই আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *