গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের পত্র প্রাপ্তির প্রেক্ষিতে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” শতভাগ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত জোতদারকরণের লক্ষে জেলা প্রশাসক,গাজীপুরের নির্দেশক্রমে অদ্য ২০/৫/২০১৯ তারিখে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন বাজারে

ধান,চাল,গম,ভুট্টা,সার,মরিচ,হলুদ,পেঁয়াজ,আদা,রসুন,ধনিয়া ও আলু মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার শতভাগ নিশ্চিতকরণের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন,গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।

অভিযান পরিচালনাকালে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যাওয়ায় ৩টি দোকানে ৩০০০ করে জরিমানা করা হয়।এসময় একই দোকানে খোলা অবস্থায় পচা খেজুর বিক্রি করতে দেখা যায় বিধায় সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।এছাড়া খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রিরত দোকানীদের খোলা সেমাই বিক্রি না করতে সাবধান করা হয় এবং প্রত্যেক দোকানে পণ্যতালিকা লটকে দিতে উদ্বুদ্ধ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *