যানজট নিরসনে টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

Slider গ্রাম বাংলা টপ নিউজ

টাঙ্গাইল শহরের যানজট নিরসন ও জনসাধারণ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।

রবিবার দুপুরের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমামুনের নেতৃত্বে শহরের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানা পরিচালনা করা হয়। এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে একাধিকবার মাইকিংসহ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রায় ৯০ ভাগ অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছেন সংশ্লিষ্টরা। বাকিগুলো আমরা উচ্ছেদ করছি। আমাদের এ অভিযান পাঁচদিন চলবে।
অভিযানের সময় সড়ক বিভাগ, টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *