খেলা আর মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Slider খেলা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ফাইনালে দেখা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

ম্যাচ পরিত্যক্ত হলে তখন হিসেবে চলে আসবে গ্রুপপর্বের পারফরম্যান্স। যেখানে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা।

যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা। তাই বৃষ্টির কারণে আজ ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দুর্দান্ত ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। দেদারসে রান তুলছে তারা। দুই ওপেনার শাই হোপ আর অ্যামব্রিজ দুজনই ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০.১ ওভার শেষে বিনা উইকেটে ১৩১ রান। ক্রিজে ৬৮ রান নিয়ে ব্যাট করছেন হোপ এবং ৫৯ রানে আছেন অ্যামব্রিজ।

শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনের ম্যালাহাইডে সিরিজের প্রথমবারের মতো টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।

সিরিজে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *