সাংবাদিকতায় শরীফ তালুকদারের নিরন্তর ছুটে চলা——রিবেল মনোয়ার

Slider লাইফস্টাইল

ত্রিশালের ধানক্ষেতে দখিনা বাতাসে দোল খাওয়া এক সময়ে জন্ম নেন এক স্বপ্নবাজ মানুষ। সেই ছায়াঢাকা, পাখিডাকা কাটাখালি গ্রামে শৈশব কাটিয়েছেন দুরন্তপনায়। গ্রামের তালুকদার বাড়ির ডানপিটে ছেলে হিসেবে ছোটবেলা থেকে তার নামডাক। আর মাটি ও মানুষের টানে বরাবরই রাজনীতি সচেতন।

স্বভাবগতভাবেই গীতিকবি শরীফ তালুকদার, আনমনে গেয়ে ওঠেন প্রাণের সুর। ঢাকায় এসে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। দৈনিক মানবজমিন দিয়ে শুরু । এরপর আমাদের সময়, বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম, বাংলার খবর , পূর্বপশ্চিম। বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধারার প্রবর্তক নাঈমুল ইসলাম খানের কাছে শিখেছেন কিভাবে নতুন স্বপ্নকে লালন করতে হয়। সাহসি সাংবাদিক, কলামিস্ট পীর হাবিবুর রহমানের কাছে শিখেছেন নির্মোহ সাংবাদিকতা। বেঙ্গলিনিউজে তরুণ প্রজন্মের অনলাইন গণমাধ্যমকে নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিকরাই তাকে ভালোবেসে কাছে ডেকেছে, তুমি আমাদের মানুষ বলে।

সাংবাদিকতায় বিনম্র বৃক্ষ মতিউর রহমান চৌধুরীর কাছে পাঠকজমিন পাতার দায়িত্ব পান শরীফ তালুকদার। পুরো তরুণদের সংঘবদ্ধ করার যুদ্ধে নেমে পড়েন। টেকনাফ থেকে তেতৃলিয়া ছুটে চলেন। মরহুম কবি সাজ্জাদ কাদিরের নিবিড় তত্বাবধানে নিজেকে ভেঙে তৈরি করেন। গ্রামের ছেলে হয়ে যায় এক পেশাদার সাংবাদিক। গ্রামের মাটির গন্ধ এখনো যায়নি শরীর থেকে। দু চোখে স্বপ্ন একজন সন্তোষ গুপ্ত, বজলুর রহমান, মোনাজাত উদ্দিন, নির্মল সেন হবার। যাদেরকে হৃদয়ে লালন করেন। সংবাদপত্র এবং সাংবাদিকতাকে সমদ্ধ করতে আজও নিরন্তর কাজ করছেন একটি দৈনিক পত্রিকা বের করার। নিজেকে দক্ষ করেছেন অনলাইনে , টেলিভিশনে। কি যেন এক অভিমান তার ভিতরে? খুব জানতে ইচ্ছে করে। সেই অভিমানই বুঝি আরও সংগ্রামী করেছে তাকে। তাইতো বারবার ছুটে আসেন সংবাদপত্রে। কর্পোরেটে কাজ করেছেন, শিক্ষা সেক্টরে কাজ করেছেন। কিন্ত নিজের জায়গা সংবাদপত্রের মাঝেই তার স্বস্তি।
একজন সংগঠন হিসেবে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকেই গুরু হিসেবে মানেন তিনি। তাই সুযোগ পেলেই সাংবাদিক সংগঠন আর সাহিত্য সংগঠন নিয়ে কাজ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য তখন তরুণ ইউনিয়ন নেতা। তারসাথে কাজ করেছেন সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামে। এরপর নির্বাচিত হন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের যুগ্ন সাধারণ সম্পাদক। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি। তৈরি করেছেন কালান্তর ফাউন্ডেশন। দেশের প্রায় সহস্র বুদ্ধিজীবিরা এই সংগঠনের সদস্য।
জাতীয় অধ্যাপক প্রফেসর ড. রফিকুল ইসলাম , জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. রফিকুল হক, সাবেক ভিসি সাত্তার মন্ডল , সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি এ এন এম মেশকাত উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আক্তার হোসেন, ইউনিভার্সিটি অব মিশিগান-ফ্লিন্টের অধ্যাপক প্রফেসর ড. কামরুল এইচ মজুমদার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোহীত-উল আলম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. সেকান্দার আলী, কবি নির্মলেন্দু গুণ, নাট্য ব্যক্তিত্ব এস এম মহসীন।

সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্যসচিব সমর চন্দ্র পাল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খান , সাংবাদিকতার দিকপাল আবেদ খান , গীতিকার শহীদুল্লাহ ফরায়জী , লেখক এবং সাংবাদিক রিসডা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না , সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদি খান, শিল্পী রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. মোঃ আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, শিউলি আজাদ এমপি, সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম-মহাসচিব এবং লেখক-সাংবাদিক হারুন হাবীব, সুচিন্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রফিকুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশিষ্ট নাট্যকার ড. প্রফেসর আফসার আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ক্যাব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, এইচএনএস গ্রুপের চেয়ারম্যান শহীদুল ইসলাম, জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব
সহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীবৃন্দকে তিনি একজোট করেছেন। তৈরি করেছেন এক সংগঠন। সংগঠক হিসেবে প্রতিষ্টিত করেছেন নিজেকে।
তার এই গীতিকার সত্তা, বহুমুখি প্রতিভা অথবা দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে আরও সাংবাদিকতামুখি করেছে।

লেখক: রিবেল মনোয়ার
উদ্যোক্তা ও সাংবাদিক
ডেপুটি নিউজ এডিটর, দৈনিক সংবাদ প্রতিদিন
সহ সভাপতি: বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)
ফাউন্ডার ডিরেক্টর: ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল লিডারশীপ ক্লাব ও ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *