‘মোদি সরকার ডুবন্ত জাহাজ’

Slider বিচিত্র

ভারতের অলওয়ার গণধর্ষণ নিয়ে নরেন্দ্র মোদি-মায়াবতীর বাগ‌্‌যুদ্ধ চরমে উঠেছিল। নরেন্দ্র মোদির কটাক্ষ ছিল মায়াবতীর ‘কুমীরাশ্রু’। পাল্টা পদত্যাগের দাবি তুলেছিলেন মায়াবতী। এবার মোদি সরকারকে ‘ডুবন্ত জাহাজ’ বলে আখ্যায়িত করেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী।

মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি এই মন্তব্য করেন। ওই বার্তায় তিনি বলেন, মোদি সরকার ডুবন্ত জাহাজ। এটার প্রমাণ, আরএসএস সেই জাহাজ ছেড়ে দিয়েছে।

আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা, বছরে দু’কোটি বেকার যুবক-যুবতীর চাকরির মতো বহু প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, পাঁচ বছর দেশ চালানোর পর সেই প্রতিশ্রুতির কার্যত কিছুই পূরণ হয়নি।

সেই প্রসঙ্গ টেনে মায়াবতী বলেন, প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় জনসাধারণ ক্ষুব্ধ। সেই ক্ষোভের আঁচ পেয়েই বিজেপির হয়ে প্রচারে কোথাও আরএসএস নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। আর সেই কারণে মোদিও হতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *