“রক্তজল”————— খায়রুননেসা রিমি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

তোমার দোসরদের হাজার দোষও
তোমার চোখে পড়ে না।
পান থেকে চুন খসলেই আমার টুঁটি চেপে ধরো।
আমি শ্বাসরোধ হয়ে ডানা ঝাপটাই পা ভাঙ্গা কুকুরের মতো।চোখ গলে বেয়ে পড়ে রক্তজল।
আমি কাঁদি অসহায়ের মতো।
প্রতিটি রক্তজল তোমার
অন্যায়ের প্রতিবাদ করে মৌন মিছিলে।
আমার চেয়েও বড় ভুল অনেকেরই আছে,সেদিকে তুমি উদাসীন।
বার বার আঙ্গুল তোলো আমার দিকে।
হুঙ্কারে গর্জে ওঠো যখন তখন,
যে কারো সামনে।
মানবাধিকার লঙ্ঘন করো
উচ্ছ্বসিত কণ্ঠে।অপমানে মিশে যাই মাটির সাথে।
রক্তজলে ভারী হয় বৈরী বাতাস।
আমি আর নিতে পারছি না।
হজম করতে পারছি না তোমার অহেতুক গঞ্জনা।
হয়তো আমাকেই সরে যেতে হবে
তোমার সামনে থেকে।
নয়তো গঞ্জনা মিছিল হবে দীর্ঘ থেকে দীর্ঘতর।
ছোট্ট একটা ভুলের মাসুল এভাবেই
দিতে হবে?
অপমান সয়ে সয়ে।
তোমার মানসিকদীনতা আমায় মুক্তি দিবে না তোমার অবজ্ঞা ও লাঞ্ছনা থেকে।
না হয় আমি সরেই যাবো আজন্মের মতো।
তবু যদি পরিসমাপ্তি ঘটে তোমার সৃষ্ট
রক্তজলের। একদিন হয়তো এই রক্তজলই তোমার চোখ গলে বেয়ে পড়বে।সেদিন হয়তো মনে পড়বে আমায়।
যদি মানুষ হও সেদিন ঠিক অনুশোচনায়
দগ্ধ হবে।
আমি তখন তোমা হতে
যোজন যোজন দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *