কক্সবাজারের টেকনাফে ৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি পুলিশের। রবিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া বড় ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো দালালকে আটক করতে পারেনি পুলিশ।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী মিয়ানমারের নাগরিক বলে সনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ নারী ও ২ জন পুরুষ রয়েছেন।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রবিবার রাতে সাগর উপকূলীয় এলাকায় এনে কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ওই জায়গায় জড়ো হচ্ছিল। এসময় তাদের আটক করা হয়।
পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গারা মানবপাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে এবং উদ্ধার রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠানোর হবে।