ভূমি রেজিস্ট্রেশনে জনদুর্ভোগে জড়িতদের জানতে চায় সংসদীয় কমিটি

Slider বিচিত্র

ভূমি রেজিষ্ট্রেশন ফি কিভাবে নির্ধারণ করলে জনদুর্ভোগ লাঘব হবে, ভূমি রেজিষ্ট্রেশনে সাথে জনদুর্ভোগ সৃষ্টিতে কারা জড়িত এবং কিভাবে তাদের হাত থেকে জনগণকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অনতিবিলম্বে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার সুপারিশ কমিটি।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু।

কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শেখ ফজলে নুর তাপস, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং আবদুস সাত্তার ভূঞা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ভূমি রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশনের ক্ষেত্রে অন্তরায়সমুহ চিহ্নিত করার পাশাপাশি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন বিষয়ে আলোচনা করতে আগামী বৈঠকে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার এবং ভূমি সচিবের উপস্থিত নিশ্চিত করার সুপারিশ করা হয়। বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ মো. জহিরুল হকসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *