ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপিকে লেবার পার্টির আল্টিমেটাম

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী


ঢাকা: বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য আগামী ২৩ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এর মধ্যে ঐক্যফ্রন্ট না ছাড়লে ২৪শে মে তার দল ২০ দলীয় জোটে থাকবে কিনা সে সিদ্ধান্ত জানাবেন।

আজ ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা বিএনপিকে ড. কামালের ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য এবং কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিতে আগামী ২৩শে মে পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে বিএনপি সিদ্ধান্ত না নিতে পারলে ২৪ তারিখে আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু আমার দল নয়, আমি যদি ২০ দলীয় জোটে না থাকি তাহলে আরও অন্তত ৪-৫ টি দল এই জোট থেকে বেরিয়ে যাবে।

এর আগে সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে বেশি গুরুত্ব এবং নিজেদের অবজ্ঞা, অবহেলার শিকার হয়েছে অভিযোগ করে ২০ দলীয় জোট ছাড়েন পার্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *