বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

Slider বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডে এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিগত বছরের মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ এর বেলায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এ বছর মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ৪১ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৩৩ শতাংশ। পাশাপাশি মেয়েরা ২ হাজার ২১৭টি জিপিএ-৫ পেয়েছে।

যার থেকে ছেলেরা ২৪৫টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেরা ১ হাজার ৯৭২টি জিপিএ-৫ পেয়েছে।
আর বিষয় ভিত্তিতেও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪২৭টি স্কুল থেকে ১ লাখ ৬ হাজার ২১১ জন পরীক্ষার্থী ১৭৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সোমবার বেলা পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *