দুটোতেই মেয়েরাই সেরা

Slider বাংলার সুখবর

ঢাকা: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মেয়েদের পাসের হার বেশি। জিপিএ ফাইভও বেশি পেয়েছে মেয়েরা।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফলাফলে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.২০ শতাংশ।

এ ছাড়া ছাত্রদের তুলনায় জিপিএ ফাইভ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী। ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে। অন্যদিকে ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র, পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। অপরদিকে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়, পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় কম ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *