আদিতমারীতে নৌকাকে হারিয়ে জয়ী ‘বিদ্রোহীর’ মোটরসাইকেল

Slider ফুলজান বিবির বাংলা


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন রোববার, ৫ মে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

ভোট চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সারাদিনই বিভিন্ন কেন্দ্রে তুলনামূলক ভোটার উপস্থিতি ছিল অনেক কম।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আট ইউনিয়নের আদিতমারী উপজেলার ৬৭ কেন্দ্রের মধ্যে ৪৩টি ঝূঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

সে অনুযায়ী মোট ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে প্রতি ইউনিয়নে চারটি করে স্ট্রাইকিং ফোর্স কাজ করে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত রফিকুল আলম, আ.লীগের বিদ্রোহী ফারুক ইমরুল কায়েস ও জাতীয় পার্টির নিগার সুলতানা রাণী প্রতিদ্বন্দ্বীতা করেন।

আরও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন করে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

রির্টানিং অফিসের নিয়ন্ত্রন কক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী, ৬৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আ.লীগের বিদ্রোহী ফারুক ইমরুল কায়েস মোটারসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলম। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৯৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *