হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্ত থেকে আমির হোসেন (৩০) নামের এক বাংলাদেশি গরু পারাপার কারীকে ধরে নিয়ে গেছে ভারতীয় (বিএসএফ)।
রোববার ভোর রাতে লোহাকুচি সীমান্ত সীমান্তে ৯২১/২০০ এস সাব পিলারের কাছে এঘটনা ঘটে। আমির হোসেন (৩০) উপজেলার তালুক দুলালী গ্রামের আবুল হোসেন ইনু ছেলে।
বিজিবি জানায়,লোহাকুচি সীমান্তের ৮৪২/২০০ এস সাব পিলারের কাছে লোহাকুচি। এলাকার কাছে গরু পারাপারকারী আমির হোসেন কে ভারতের কৈমারী ১০০ বিএসএফ টহল দল তাকে ধাওয়া করে আটক করেন ।
পরে তাকে কোচবিহার জেলার দিনহাট থানায় সোপর্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার হোসেন বাংলাদেশি নাগরিক আমির হোসেনকে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে।