প্রথম সিটি নির্বাচনে ভোট দিচ্ছেন ময়মনসিংহের মানুষ

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) প্রথমবারের মতো ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সকাল থেকে ভোটাররা শুধু কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নির্বাচিত করতে ভোট দিচ্ছেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩৩ টি মোবাইল টিম সক্রিয়। এছাড়া নিয়োজিত র‌্যাবের ৪ টি কোম্পানির প্রায় ৫ শতাধিক সদস্য।

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মোট ৩১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী লড়াই করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নির্বাচনে ৩৩ টি ওয়ার্ডে ১২৭ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *