ঢাকা: ভারতের ওড়িশা রাজ্যে গতকাল সকালে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যের অধিকাংশ এলাকা। এরই মধ্যে রাজ্যের ভুবনেশ্বর রেলওয়ে হাসপাতালে জন্ম নিয়েছে একটি কন্যা শিশু। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবার নবজাতকের নাম রেখেছে ‘ফণী’। যদিও ঝড়ের সঙ্গে মিল করে নাম রাখার ঘটনা এটি প্রথম নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার নজির রয়েছে। গত বছর ওড়িশাতেই আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেয়া বেশ কয়েকটি নবজাতকের নাম রাখা হয় ‘তিতলি’।
২০১৬ সালে বিহারের ভোজপুরে ভয়াবহ বন্যার সময় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সহায়তার কথা স্মরণে রেখে এক নবজাতকের নাম রাখা হয়েছিল ‘এনডিআরএফ সিং’।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।