হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নির্বাচিত

খেলা

image_111019_0ডোয়াইন ব্রাভোর পরিবর্তে জেসন হোল্ডারকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে হোল্ডারের অভিষেক হবে।

২০১৩ সালের মে মাসে ড্যারেন স্যাসির পরিবর্তে ব্রাভোকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন করা হয়। দলের দায়িত্ব নেয়ার পর ক্যারিবীয় দলকে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টি জয় পান ব্রাভো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ায় জেসন হোল্ডারকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। ওয়ানডে দলে না থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হোল্ডারকে অধিনায়ক নির্বাচিত করার বিষয়টি জানায়। প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড জানিয়েছেন, ভবিষ্যতের চিন্তা মাথায় রেখেই জেসন হোল্ডারকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।

গত বছরেরে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছর বয়সী জেসন হোল্ডোরের অভিষেক হয়। ক্যারিবীয়দের হয়ে ইতোমধ্যে ২১ ম্যাচে ২৮.৬৫ গড়ে ২৯ উইকেট লাভ করেন এই তরুণ উদীয়মান তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *