চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে সাত মামলার আসামি অস্ত্র ও গুলিসহ মো. রাজিব (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রাজিব কুসুমবাগ আবাসিক এলাকার সেলিমের ছেলে। বৃস্পতিবার গ্রেফতার করে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাজিবকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে খুলশী থানায় সাতটি মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।