সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস

Slider জাতীয়

ঢাকা: সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আজকের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশ, জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করেছে।

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় রাজধানীর দৈনিক বাংলার মোড়সংলগ্ন শ্রমভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ মিছিলের নেতৃত্ব দেন। বিকাল ৩টায় দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজ সকাল ১০টায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।
বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেরসকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমদিবস (মে দিবস) পালিত হচ্ছে। দিবসের শুরুতে সকাল সাড়ে ৮টায় শহরের ট্রাংক রোডস্থ জিরো পয়েন্ট এলাকা থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ শ্লোগানে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন নেয়াতুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা সদর ছাড়াও জেলার ৬ উপজেলায় বিভিন্ন কর্মসীচী পালিত হচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ৯টায় জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনসভায় জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এরপর বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানার নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে আলাদা আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে জেলার ৪২টি ট্রেড ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *