রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে সোমবার রাত ৯টার দিকে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-১।
গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান।
আটককৃতরা হলেন, কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে তামিম (২৫), আবুল হাসেমের ছেলে নাজমুল ইসলাম (৩৫) করিম ফকিরের ছেলে নূরুল আমিন (৩০) একই গ্রামের শাহরিয়ার কাজল ও মোস্তফা কামাল।
আল-মামুন বলন,“এরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় পথচারী, প্রাইভেটকার, বাস ও মোটর সাইকেল আরোহীদের মারধর ও জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে। ”
অভিযানের বর্ননায় তিনি বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, দুইটি রামদা, একটি ছুরি, একটি পাইপ গান,পাঁচ রাউন্ড গুলি, নগদ ৩১ হাজার ৭৮০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে র্যাবের এ কর্মকর্তা জানান।