শ্রীপুরেে বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর: রমজান উপলক্ষে শ্রীপুরের বিভিন্ন খাবারের হোটেল ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার পৌর শহরের মাওনা চৌরাস্তায় বাসস্ট্যান্ডে বাজারে মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রীর এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ টি প্রতিষ্ঠানকে পচাঁ, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্য আলী বাবা হোটেলকে ২০ হাজার, চাঁদপুর হোটেল ১৫ হাজার, আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজা, রাজধানী হোটেলকে ২ হাজার, ও বরমী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমাতুজ জোহরা সাংবাদিকদের বলেন, এধরণের অভিযান ধারাবাহিক ভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *