গাজীপুরের দুঃখ জয়দেবপুর লেভেল ক্রসিং

Slider গ্রাম বাংলা

আকরাম হোসেন: গাজীপুর জেলা শহরের সবচেয়ে ব্যাস্ততম এলাকার নাম জয়দেবপুর। জেলা প্রশাসকের কার্যালয় জেলা জজ আদালত, পুলিশ সুপার এর কার্যালয় তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, বয়েজ স্কুল, বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, আজিমউদ্দিন কলেজ সহ ৫০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় জয়দেবপুর গাজীপুর জেলার সবচেয়ে জন গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা হিসেবেও বিবেচিত।

জয়দেবপুর লেভেল ক্রসিং এর উপর একটি ফ্লাই ওভার নির্মাণের জন্য জয়দেবপুর বাশীর অনেক দিনের দাবি। গাজীপুরের জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্না দিলেও ফলাফল শুন্য-ই থেকে যায়। মিডিয়াতে বারবার ফ্লাই ওভারের দাবি নিয়ে লেখা হলেও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়নি বলেই ধরে নেওয়া যায়।অনেক সময় লেভেল ক্রসিং এ রুগী এবং রুগীর সাথে থাকা মানুষের আহাজারি শুনতে পেয়ে সাধারণ মানুষের হা-হুতাশ করতে দেখা যায়।

স্কুল কলেজের পরিক্ষার সময় ছাত্র, ছাত্রীদের অনেকেই লেভেল ক্রসিং থেকে রিকশা বা গাড়ি থেকে নেমে ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পার হয়ে পায়ে হেঁটে বা দৌড়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেতে দেখা যায়।লেভেল ক্রসিং এর মাঝে ফলের দোকান, মাছ ও বিভিন্ন রকমের সাক,সবজির দোকান বসে থাকে।

এ কারণে লেভেল ক্রসিং এ এক্সিডেন্ট এর মতো দুর্ঘটনা ঘটে এবং মাঝে মধ্যেই পথচারী মৃত্যুর খবর পাওয়া যায়।এ সকল বিষয় বিবেচনা করে অতি দ্রুত জয়দেবপুর লেভেল ক্রসিং এ ফ্লাই ওভারের দাবি গ্রহণ যোগ্যতা পাবে এ আশা টুকু করতেই পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *