স্বামী নয় পরকীয়া প্রেমিক খুন করেছে হাসনাকে!

Slider নারী ও শিশু

রাতুল মন্ডল শ্রীপুর: স্বামী নয় পরকীয়া প্রেমিক কমর উদ্দিন পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে গৃহবধু হাসনা আক্তারকে।

শ্রীপুর থানা পুলিশ পরকীয়া প্রেমিক কমর উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে।

সোমবার রাতেই নিহতের পরকীয়া প্রেমিক কমর উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কমর উদ্দিন উপজেলার জাম্বুরিরটেক এলাকার আমজাদ হোসেনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব কুমার জানান,প্রায় দেড় বছর যাবৎ হাসনা হেনা ও কমর উদ্দিনের পরকীয়ায় জড়িয়ে পরে। তাদের মধ্যে বাধা হয় স্বামী। এক পর্যায়ে হাসনা হেনা বাড়ি ছেড়ে পোশাক কারখানায় চাকুরী নিয়ে কেওয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। কমর উদ্দিন স্বামীর পরিচয়ে ওই বাড়ীতে নিয়মিত যাতায়াত করত। সম্প্রতি হাসনা হেনা কমর উদ্দিনকে বিয়ে করার জন্য চাপ দিলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এতে কমর উদ্দিন হাসনা হেনাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত রবিবার রাতে বিয়ের আশ্বাস দিয়ে শ্রীপুর বরমী সড়কের বাসাবাইদ ব্রিজের পাশে নির্জন স্থানে হাসনা হেনাকে নিয়ে যায়। ওই স্থানে দুইজনের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে কমর উদ্দিন হাসনা হেনাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহটি গুন্ডিগড় এলাকার একটি ঝোঁপের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। নিহত হাসনা হেনা বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *