পা পেলেন রাসেল

Slider বিচিত্র

ঢাকা: গ্রিনলাইন বাসের চাকা কেড়ে নিয়েছে রাসেলের পা। এতোদিন হাঁটতেন ক্র্যাচ দিয়ে। তবে এবার লাগানো হলো কৃত্রিম পা। সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসকদের সহযোগিতায় কৃত্রিম পায়ে উঠে দাঁড়িয়েছেন সেই রাসেল সরকার। সিআরপি চিকিৎসকরা বলছেন, রাসেলের এখন আর ক্র্যাচ লাগবে না। সপ্তাহ চারেকের মধ্যেই তিনি কৃত্রিম পায়ে অভ্যস্ত হয়ে উঠবেন। সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগে আজ সকালে বিনা খরচে তার এই কৃত্রিম পা সংযোজন করা হয়।

উল্লেখ্য, পা বিচ্ছিন্ন হওয়ার পর দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্য নেয়। আদালত ইতোমধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। গত ১০ই এপ্রিল গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলকে পাঁচ লাখ টাকা পরিশোধ করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *