ফেনী ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও তদন্ত কর্মকর্তাকে শোকজ

Slider বাংলার আদালত


ঢাকা: একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ কার্যদিবসে শেষ না করার ব্যাখ্যা দেয়ায় জন্য ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আজ এ সংক্রান্ত মামলায় জামিন আবেদনের বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. শহীদুল ইসলাম।

উল্লেখ্য, স্ত্রী রেহেনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মূর্তজা ওরফে মিন্টুকে আসামি করে ২০১৬ সালের ২৪শে এপ্রিল মামলা করা হয়। ওই মামলায় ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ৩০শে জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র দাখিল ও অভিযোগ গঠনের পর আজ পর্যন্ত মামলাটির বিচার শেষ করতে পারেনি ট্রাইব্যুনাল।
এ কারণে হাইকোর্টে মিন্টুর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *