কুরুচিপূর্ণ কথাসহ অশ্লীল ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ মো. তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্টারনেটকে নিরাপদ রাখার অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সে ট্যাটু তৈরিকারক।
নিজের স্টুডিওতে অশ্লীল ভিডিও তৈরি করে এবং ট্যাটু স্টুডিও নিউমার্কেট ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি।
একারণে তাকে গ্রেফতার করা হয়েছে। ’
জানা গেছে, তরিকুলের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।