ওদের বর্ষবরণ

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার অবহেলিত জনপদ কাওরাই ইউনিয়নের হয়দেবপুর গ্রামে ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কাচিটান ও দাড়িয়াদাড়িয়াবান্ধা খেলার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
হয়দেবপুর দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের ব্যানারে সকাল থেকে বিকেল পযন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কচিটান, দাড়িয়াবান্ধা,তৈলাক্ত কলাগাছে আরোহণ, সাপূরে নিত্যসহ বিভিন্ন দৃষ্টি নন্দন খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে-উল্লাসে মেতে ওঠেন গ্রামবাসি।

শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে মাঠে আসেন এসব খেলা দেখতে।

আয়োজকরা জানান, পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই আমাদের এ আয়োজন। ’

আমরা নিজেদের আনন্দ ও অন্যদের আনন্দ দেওয়ার জন্য এসব আয়োজন করেছি । গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *