গাজীপুর:গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে ৩২ হাজার পিস ইয়াবা, নগদ ৮ লাখ টাকা ও ভূয়া সাংবাদিক দম্পতিসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গত ১০ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক রাত ৫.৩০ ঘটিকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ৩০ নং আনার কলি রোডস্থ টঙ্গী বাজারের রাজ্জাক প্লাজার সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রুবেল আহমেদ, মোঃ বশির আহমেদ,জান্নাতুল ফেরদৌস রিবা ও মোঃ আনিসুর রহমানকে ৩২,০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ০৬ (ছয়) টি মোবাইল ফোন, মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের নগদ ৮,৩৪,৫৪০/- (আট লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা, ০১ টি পাসপোর্ট, ০১ টি ব্ল্যাংক চেক, অনলাইন পত্রিকার ০১ টি ভূয়া আইডিকার্ড জব্দ করা হয়