লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ স্কুল শিক্ষক নির্বাচিত আব্দুল হাকিম

Slider বাংলার সুখবর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ স্কুল শিক্ষক নিবার্চিত হয়েছেন আব্দুল হাকিম। তিনি বর্তমানে তুষভান্ডার আর এম এম পি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছে।

তাঁহার পিতার নাম মৃত করিমুদ্দিন, মাতার নাম মৃত সারেজা খাতুন। তিনি খালিসা মদাতী, কালীগঞ্জ, লালমনিরহাটের একজন স্থায়ী বাসিন্দা।

জাতীয় শিক্ষা সপ্তাহ/ ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত জেলা পর্যার্য়ের মাধ্যমিক স্কুল প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ নিবার্চিত হয়েছেন। মোহাম্মদ আব্দুল হাকিম ২০০২ সালে শিক্ষক হিসাবে চাকুরীতে যোগদান করেন।

তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে বিএ ( সম্মান) এম এ পাশ করেন। এবং রংপুর ট্রেনিং কলেজ হতে বিএড পাশও করেছেন।

শিক্ষকতার পাশাপাশি মোহাম্মদ আব্দুল হাকিম বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

তিনি প্রধান পরীক্ষক, দিনাজপুর শিক্ষাবোর্ড, মাস্টার ট্রেইনার জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা, এবং সৃজনশীল প্রশ্ন প্রনয়ন, পরিশোধন ও মূল্যায়ন হিসাবেও কাজ করছেন।

এছাড়াও তিনি উত্তরণ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, হাজরানিয়া আদর্শ শিশু নিকেতন, খালিশা মদাতী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য, সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার সদস্য পদে সম্পৃক্ত রয়েছেন। জীবনে অসংখ্য স্বরনীকা প্রকাশের তিনি সম্পাদনার কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *