নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাপানিয়া নামক স্থানে হ্যান্ডট্রলির চাপায় ফোয়াদ (১০) নামক এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাপানিয়া গ্রামের মো. শহিদুল্লাহর পুত্র ফোয়াদ দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে রাস্তায় খেলার সময় একটি হ্যান্ডট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মো. তাওহিদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, হ্যান্ডট্রলিটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।