রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

Slider ঢাকা

রাজধানীর শেরেবাংলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম ফাতু মিয়া (৫০)। নিহত ফাতু মিয়া কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার মৃত মইম আলীর ছেলে।

সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে রনি মিয়া জানায়, তার বাবা ফাতু মিয়া ভ্যানে করে মোহাম্মপুর এলাকায় কলা বিক্রি করতেন।
জানা যায়, ভোরে কারওয়ান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে মোহাম্মপুর এলাকায় যাওয়ার সময় বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে মোহাম্মপুর থানা পুলিশ ট্রাকটি আটক করলেও চালক চালক পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *