রাঙামাটিতে পাহাড়ি দুই গ্র“পে বন্দুকযুদ্ধ॥ নিহত ২

Slider গ্রাম বাংলা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ

45940_Ranamati
রাঙামাটি সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচরের বেতছড়ির সোনাইছড়ি এলাকায় পাহাড়ি দুই গ্র“পের বন্দুকযুদ্ধে দুজন  নিহত হয়েছে। বৃহস্পতিবার  বেলা ১১টার সময় এই  গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সত্যব্রত চাকমা (২৭) ও বিজু চাকমা (৩২)। নিহতদের দুজন ইউপিডিএফের সদস্য বলে দাবি করে ঘটনার জন্য পিসিজেএসএসকে দায়ী করেছে তারা। তবে জনসংহতি সমিতি এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনায় দুজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

ইউপিডিএফর বিবৃতি

ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা নিরণ চাকমা স্বাক্ষারত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়,রাঙ্গামাটির নান্যাচর উপজেলার বেতছড়ি এলাকায় ১৮ মাইল নামক স্থানে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য সত্য চাকমা ওরফে ব্রত (৩০)সহ দুজনকে গুলি করে হত্যা করেছে। নিহত অপর ব্যক্তির নাম বিষু কুমার চাকমা (৪২)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সত্য চাকমা বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামের বাঁশী চাকমার ছেলে ও বিষু কুমার চাকমা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া গ্রামের রবি কুমার চাকমার ছেলে।
এর মধ্যে বিষু কুমার চাকমা আগে ইউপিডিএফের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি ১৮ মাইলে মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। লক্ষ্মীছড়িতে সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীদের অত্যাচারের কারণে তিনি পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় সত্য চাকমা ১৮ মাইল এলাকায় সাংগঠনিক কাজে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের পূর্ব ও পশ্চিম দিক থেকে এসে হানা দিলে সত্য চাকমা পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং গুলি করে হত্যা করে। এরপর সন্ত্রাসীরা নিজ দোকান থেকে বিষু কুমার চাকমাকেও ধরে নিয়ে যায়। পরে অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে তাকেও গুলি করে হত্যা করে ফেলে যায়। তাদের হত্যার পর সন্ত্রাসীরা রামহরি পাড়ার দিকে পালিয়ে যায়।

বিবৃতিতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *