উদ্ধার হওয়া মুইদের বর্ণনায় আগুনের ভয়াবহতা

Slider ঢাকা

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন বেসরকারি কোম্পানির কর্মকর্তা মুইদ আহমেদ কুমার। পরে ভবনটির ১১ তলা থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এফআর টাওয়ারে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া মুইদ ইউ আর সার্ভিসেস বাংলাদেশ নামক একটি ফরওয়ার্ডিং কোম্পানিতে কর্মরত আছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা শুনলাম আগুন লেগেছে। তিন-চার মিনিটের মধ্যে আমাদের অফিসে আমরা লক হয় গেছি।

আমাদের ফ্লোরে এখনও আগুন লাগেনি। শুধু ধোঁয়া আর তাপ। তাপেই আমাদের এমডি স্যারের পুরো হাত পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *