খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত

Slider খুলনা

নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে আগামী ১০ এপ্রিল পর্যন্ত খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন।

আইনজীবীরা জানায়, নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় মোস্তফা সরোয়ারকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে দলীয় প্রার্থী হিসেবে শাহানওয়াজ হোসেন জোয়াদ্দারকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু আইনী জটিলতার কারণে তিনি নৌকা প্রতীক পাননি।

পরে শাহানওয়াজ হোসেন হাইকার্টে রিট আবেদন (নং ৩৩৯৬) করলে শুনানী শেষে বিচারকদ্বয় নির্বাচন স্থগিতের নির্দেশ দনি। একই সাথে আগামী ৩ এপ্রিল নির্বাচন কমিশনকে প্রতীক বরাদ্দের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
শাহানওয়াজ হোসেন জোয়াদ্দার বলেন, ‘নির্বাচনে আমাকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়।
কিন্তু নির্বাচন কমিশন আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়নি। এ কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানী শেষে ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
তবে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে আমরা লিখিত নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আগামী ৩১ মার্চ খুলনার ৯টি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *