মরুভূমিতে ৪৩ কোটি ডলারের গোলাপ জাদুঘর!

Slider বিচিত্র

৪৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে গোলাপের আদলে জাদুঘর বানানো হয়েছে কাতারে। প্রায় ১০ বছর সময় নিয়ে তৈরি এই জাদুঘর চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে দেশের জাতীয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।

জানা যায়, আগামী বুধবার (২৭ মার্চ) জাদুঘরটির উদ্বোধন করবে দোহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ।

এরপর ২৮ মার্চ, বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য জাদুঘরটির দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *