ঝালকাঠিতে গণহত্যা দিবস পালিত

Slider বরিশাল

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার স্মৃতিচারণসহ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে সোমবার ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হামিদুল হক,জেলা প্রশাসক, ঝালকাঠি মহোদয়।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ও সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার প্রমুখ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে গণহত্যার স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। এসময় গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *