ঢাকা: চীনের মধ্যাঞ্চলে হুনান প্রদেশে একটি পর্যটকবাহী বাসে অগ্নিকা-ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে আরো বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। অকস্মাৎ হানশু কাউন্টির চ্যাংডি শহরে ৫৯ আসনের এই বাসটিতে আগুন ধরে যায়। এতে তখন ৫৩ জন যাত্রী, দু’জন চালক ও একজন ট্যুর গাইড ছিলেন। তবে যাত্রীরা কোন দেশের ছিলেন তা জানা যায় নি।
এ ঘটনায় বাসটির দুই চালককে আটক করা হয়েছে। চলছে তদন্ত। এর ঠিক একদিন আগেই জিয়াঙসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণ হয়। তাতে কমপক্ষে ৬৪ জন নিহত হন। আহত হন ৬৪০ জন।